আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ভাবনায় এবারের আগরতলা বইমেলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই ভাবনায় আগামী ২৬ ফেবয়ারি থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে চলছে ৩৯ তম আগরতলা বইমেলা৷

চলবে ১১ মার্চ পর্যন্ত৷ আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস একথা জানান৷

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বইমেলার সাংস্ক’তিক উপকমিটির যুগ্ম সম্পাদক সুুবত চক্রবর্তী, মিডিয়া উপকমিটির সম্পাদক সঞ্জয় পাল, দপ্তরের সহধিকর্তা দেবাশিষ নাথ৷ সাংবাদিক সম্মেলনে অধিকর্তা শ্রীবিশ্বাস বলেন, ৩৯ তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

মেলা প্রতিদিন বেলা ২.৩০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে৷ ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা ২টা মিনিট থেকে রাত্রি ৯টা ৩০ পর্যন্ত৷
অধিকর্তা শ্রীবিশ্বাস জানান এবছর আগরতলা বইমেলায় মোট স্টল থাকবে ১৬২টি৷ এরমধ্যে বহির্রাজ্যের স্টল সংখ্যা ৬৬টি৷ বাংলাদেশের স্টল রয়েছে ১টি৷

এছাড়াও বিভিন্ন দপ্তর, থিম প্যাভিলিয়ন, বাংলাদেশ প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, স্বাস্থ্য ও পর্যটন দপ্তরের স্টল থাকবে মেলা প্রাঙ্গণে৷ এবারের বইমেলাতে পুস্তক ব্যবসায়ীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি এবং স্টল ভাড়া নেওয়া হবে না৷ মেলার ১৪ দিনই দুপুর ১.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত বিনামূল্যে শহরের বিভিন্ন স্টপেজ থেকে সরকারিভাবে ১০টি বাস পরিষেবা থাকবে৷

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বইমেলা উপলক্ষ্যে ক্রেতা, বিক্রেতা সকলকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রত্যেকটি বইয়ের স্টলে মাস্ক ও স্যানিটাইজার রাখার অনুরোধ জানান৷
সাংবাদিক সম্মেলনে সাংস্কৃতিক উপ কমিটির যুগ্ম সম্পাদক সুুবত চক্রবর্তী বলেন, বইমেলার মূল ভাবনায় মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলার সার্বিক প্রয়াস করা হচ্ছে৷

মেলার সাংস্কৃতিক মঞ্চে দেশের উত্তর পূর্বাঞ্চলের সবকয়টি রাজ্য সহ সিকিম, পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা এবারের বইমেলায় অংশগ্রহণ করবেন৷ ফলে বইমেলা হয়ে উঠবে সত্যিকারের মিলনমেলা ও সাংস্কৃতিক আদান প্রদানের কেন্দ্র৷

তিনি আরও বলেন, বইমেলার সাংস্কৃতিক উপস্থাপনের পাশাপাশি থাকবে বাউল, ব্যাণ্ড, জনজাতি, উদীয়মান শিল্পীদের উপস্থাপনা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?