আত্মনির্ভর ভারতকে গোটা বিশ্ব দেখছে, অসমে একাধিক প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদী

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি।। সোমবার উজান অসমের ধেমাজি জেলার অন্তর্গত শিলাপথারের শীতলবাড়ি ময়দানে প্রায় তিন লক্ষাধিক জনতার সমাবেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী৷ কুলাজান পিয়াংচাপরি ময়দানের সভামঞ্চ থেকে বোতাম টিপে ৩,২০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত অসম পেট্রোলিয়াম ক্ষেত্রের তিনটি প্রকল্প যেমন ইন্ডিয়ান অয়েলের বঙাইগাঁও শোধনাগারে ‘ইন্ডম্যাক্স’ ইউনিট , ডিব্রুগড়ের মধুবনে ভারতীয় তেল নিগমের সেকেন্ডারি ট্যাংক ফার্ম এবং তিনিসুকিয়ার মাকুমে হেবেদাগাঁওয়ে নির্মিত গ্যাস কম্প্রেস স্টেশনটি দেশবাসীর নামে উৎসর্গ করার পাশাপাশি ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী৷

এছাড়া কামরূপ গ্রামীণ জেলার শুয়ালকুচিতে প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেছেন তিনি৷ অসমিয়া ভাষায় ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃতীয়বারের মতো ধেমাজিতে এসে তিনি নিজেকে সৌভাগ্যশালী বলে অনুভব করছেন৷ অকাল দীপাবলির মাধ্যমে ধেমাজিবাসী গতরাতেই তাঁকে আগাম স্বাগত জানানোয় তিনি আপ্লুত৷ অসমবাসীর আত্মীয়তাবোধ এবং আতিথেয়তায় তিনি অভিভূত৷

এখানকার জনতার আশীর্বাদ তাঁকে অসম সহ উত্তরপূর্বের জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত করে৷ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে দশকের পর দশক দেশে যাঁরা রাজত্ব করেছেন, তাঁদের কাছে প্রচুর সম্ভাবনাময় এই অসম বহু দূরে ছিল৷ পূর্বতন সরকারগুলো ব্রহ্মপুত্রের উত্তর পারের অসমকে মা-মাসির নজরে দেখত৷ কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খোদ দিল্লিই চলে আসে অসমের ঘরে ঘরে৷ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার এখানে আসেন৷

এসে এখানকার উন্নয়নে পরিকল্পনা তৈরি করছেন৷ আমিও বহুবার অসমে এসে আপনাদের উন্নয়নের অংশীদার হওয়ার চেষ্টা করছি৷ তাঁর সরকার সব ধরনের ভেদাভেদ দূর করে দিয়েছে৷ প্রসঙ্গক্রমে তিনি আত্মনির্ভর ভারতকে গতিশীল করতে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান প্রমুখকে ধন্যবাদ জানান৷ তাঁর দাবি, আত্মনির্ভর অসম গড়ার ক্ষেত্রে রাজ্যের জনতা যে ভাবে সহায়তা করছেন তাতে আত্মনির্ভর ভারত গড়তে বেশিদিন সময় লাগবে না৷

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন ভারতীয় কৃষি ইনস্টিটিউট উদ্বোধন করতে গোগামুখ এসেছিলাম, তখন বলেছিলাম, উত্তর-পূর্বাঞ্চল দেশের জন্য উন্নয়নের ইঞ্জিন হবে৷ ডাবল ইঞ্জিনের সরকার অসমকে উন্নয়নের আরও শিখরে নিয়ে যাবে৷ তিনি বলেন, আজ থেকে আট দশক আগে ‘জয়মতী’ নামে ছায়াছবির মাধ্যমে অসমিয়া চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল এই ধেমাজি থেকে৷ এই অঞ্চল রূপকেঁওর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা এবং নটসূর্য ফণী শর্মার মতো কয়েকজন মহান ব্যক্তিত্বকে জন্ম দিয়েছে, যা অসমের জনগণকে গর্বিত করেছে৷

ভারতরত্ন ভূপেন হাজারিকার লেখা কবিতা তথা গানের উল্লেখ করে তিনি বলেন, ব্রহ্মপুত্রের উভয় পাড় প্রজ্বলিত প্রদীপ এইসব অঞ্চলকে আলোকিত করবে৷ স্থানীয় লোকজন গতরাতে কয়েক হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছেন৷ এটা অসমের শান্তি ও প্রগতির প্রতীক৷ অসম সরকার রাজ্যের সুষম উন্নয়নে নিয়োজিত৷ সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্রহ্মপুত্রের উত্তরাঞ্চলের উন্নয়নে পূর্ববর্তী সরকারগুলি উদাসীন ছিল৷ এখানে যোগাযোগ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ইত্যাদি জনতার প্রথমিক মৌলিক অধিকারের ক্ষেত্রগুলি পূর্ববর্তী শাসকদের নজরেই ছিল না৷

কেন্দ্রে আমার এবং রাজ্যের সনোয়াল সরকার সাব-কা সাথ, সাব-কা বিকাশ, সব-কা বিশ্বাসের মন্ত্র শিরোধার্য করে দিবারাত্র কাজ করছে৷ আমার এবং সর্বানন্দ সরকার জনসাধারণের বছরের পর বছরের বহুকাঙ্ক্ষিত বগিবিলের কাজ খুব কমদিনের মধ্যে সম্পূর্ণ করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে সক্ষম হয়েছে৷ আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখানে ব্রডগেজ পৌঁছেছে৷ কলিয়াভোমরা সেতু এখানকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে৷ এই কাজও দ্রুত সম্পন্ন হচ্ছে৷ ফোরলেন রাস্তার কাজও দ্রুতগতিতে চলছে৷ মহাবাহু ব্রহ্মপুত্র দিয়ে জলপথে যোগাযোগ শুরু হয়েছে৷ বঙ্গাইগাঁওয়ের যোগিঘোপায় একটি লজিস্টিক পার্ক স্থাপন করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?