এছাড়া কামরূপ গ্রামীণ জেলার শুয়ালকুচিতে প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেছেন তিনি৷ অসমিয়া ভাষায় ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃতীয়বারের মতো ধেমাজিতে এসে তিনি নিজেকে সৌভাগ্যশালী বলে অনুভব করছেন৷ অকাল দীপাবলির মাধ্যমে ধেমাজিবাসী গতরাতেই তাঁকে আগাম স্বাগত জানানোয় তিনি আপ্লুত৷ অসমবাসীর আত্মীয়তাবোধ এবং আতিথেয়তায় তিনি অভিভূত৷
এখানকার জনতার আশীর্বাদ তাঁকে অসম সহ উত্তরপূর্বের জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত করে৷ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে দশকের পর দশক দেশে যাঁরা রাজত্ব করেছেন, তাঁদের কাছে প্রচুর সম্ভাবনাময় এই অসম বহু দূরে ছিল৷ পূর্বতন সরকারগুলো ব্রহ্মপুত্রের উত্তর পারের অসমকে মা-মাসির নজরে দেখত৷ কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খোদ দিল্লিই চলে আসে অসমের ঘরে ঘরে৷ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার এখানে আসেন৷
এসে এখানকার উন্নয়নে পরিকল্পনা তৈরি করছেন৷ আমিও বহুবার অসমে এসে আপনাদের উন্নয়নের অংশীদার হওয়ার চেষ্টা করছি৷ তাঁর সরকার সব ধরনের ভেদাভেদ দূর করে দিয়েছে৷ প্রসঙ্গক্রমে তিনি আত্মনির্ভর ভারতকে গতিশীল করতে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান প্রমুখকে ধন্যবাদ জানান৷ তাঁর দাবি, আত্মনির্ভর অসম গড়ার ক্ষেত্রে রাজ্যের জনতা যে ভাবে সহায়তা করছেন তাতে আত্মনির্ভর ভারত গড়তে বেশিদিন সময় লাগবে না৷
প্রধানমন্ত্রী বলেন, আমি যখন ভারতীয় কৃষি ইনস্টিটিউট উদ্বোধন করতে গোগামুখ এসেছিলাম, তখন বলেছিলাম, উত্তর-পূর্বাঞ্চল দেশের জন্য উন্নয়নের ইঞ্জিন হবে৷ ডাবল ইঞ্জিনের সরকার অসমকে উন্নয়নের আরও শিখরে নিয়ে যাবে৷ তিনি বলেন, আজ থেকে আট দশক আগে ‘জয়মতী’ নামে ছায়াছবির মাধ্যমে অসমিয়া চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল এই ধেমাজি থেকে৷ এই অঞ্চল রূপকেঁওর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা এবং নটসূর্য ফণী শর্মার মতো কয়েকজন মহান ব্যক্তিত্বকে জন্ম দিয়েছে, যা অসমের জনগণকে গর্বিত করেছে৷
ভারতরত্ন ভূপেন হাজারিকার লেখা কবিতা তথা গানের উল্লেখ করে তিনি বলেন, ব্রহ্মপুত্রের উভয় পাড় প্রজ্বলিত প্রদীপ এইসব অঞ্চলকে আলোকিত করবে৷ স্থানীয় লোকজন গতরাতে কয়েক হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছেন৷ এটা অসমের শান্তি ও প্রগতির প্রতীক৷ অসম সরকার রাজ্যের সুষম উন্নয়নে নিয়োজিত৷ সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্রহ্মপুত্রের উত্তরাঞ্চলের উন্নয়নে পূর্ববর্তী সরকারগুলি উদাসীন ছিল৷ এখানে যোগাযোগ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ইত্যাদি জনতার প্রথমিক মৌলিক অধিকারের ক্ষেত্রগুলি পূর্ববর্তী শাসকদের নজরেই ছিল না৷
কেন্দ্রে আমার এবং রাজ্যের সনোয়াল সরকার সাব-কা সাথ, সাব-কা বিকাশ, সব-কা বিশ্বাসের মন্ত্র শিরোধার্য করে দিবারাত্র কাজ করছে৷ আমার এবং সর্বানন্দ সরকার জনসাধারণের বছরের পর বছরের বহুকাঙ্ক্ষিত বগিবিলের কাজ খুব কমদিনের মধ্যে সম্পূর্ণ করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে সক্ষম হয়েছে৷ আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখানে ব্রডগেজ পৌঁছেছে৷ কলিয়াভোমরা সেতু এখানকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে৷ এই কাজও দ্রুত সম্পন্ন হচ্ছে৷ ফোরলেন রাস্তার কাজও দ্রুতগতিতে চলছে৷ মহাবাহু ব্রহ্মপুত্র দিয়ে জলপথে যোগাযোগ শুরু হয়েছে৷ বঙ্গাইগাঁওয়ের যোগিঘোপায় একটি লজিস্টিক পার্ক স্থাপন করা হয়েছে৷