সত্যজিৎ রায়কে দলে টানল বিজেপি

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। পশ্চিমবঙ্গের নিবার্চনকে ঘিরে বাংলাভাষীদের মন জয়ে চেষ্টার কমতি নেই ভারতের শাসক দল বিজেপির। এতদিন নরেন্দ্র মোদি থেকে অন্য নেতাদের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দসহ অনেক বাঙালি মহারথীর স্তুতি শোনা গেছে। তালিকায় এলো সত্যজিৎ রায়ের নামও।

ভারতীয় চলচ্চিত্রে সেরা সম্মান দাদাসাহেব ফালকে’র ধাঁচে সত্যজিৎ রায়ের নামেও জাতীয় ক্ষেত্রে বার্ষিক পুরস্কার চালু করছে কেন্দ্রীয় সরকার।সোমবার কলকাতায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) অনুষ্ঠানের পর কলাকুশলীদের সঙ্গে বৈঠকে এমন ঘোষণা দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাওড়েকর।তিনি জানান, কিংবদন্তি বিশ্ববন্দিত বাঙালি চিত্রপরিচালককে সম্মান জানাতে চায় কেন্দ্র। তবে ভোটের আগে এমন সিদ্ধান্ত ঘোষণা বাঙালি আবেগকে উসকে দিতেই কি-না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অবশ্য এই বিষয়ে রাজনৈতিক গন্ধ খুঁজতে নারাজ সত্যজিতের ছেলে সন্দীপ রায়। নির্বাচনের আগে বাঙালির আবেগ উসকে দিতে ঘোষণা করা হয়েছে কি-না, সেই প্রসঙ্গে কোনোরকম মন্তব্য করেননি।তার কথায়, সত্যজিৎ রায়ের ১০০তম জন্ম জয়ন্তীর বছরেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে, এটাই একেবারে উপযুক্ত সময়। কেন্দ্রের এমন উদ্যোগে তিনি বেজায় খুশি।এনএফডিসির অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেখা গেছে টলিপাড়ার প্রথম সারির শিল্পী-কলাকুশলীদের। ভোট-আবহে তৈরি হয়েছে রাজনীতির জল্পনাও।

অনুষ্ঠানে কার্যত গোটা টলিউডকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, সংগীতশিল্পী ওস্তাদ রশীদ খান, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা মমতা শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানে, পরিচালক অনীক দত্ত, অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের মতো তারকারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?