নুসরাতকে তালাকের নোটিশ পাঠালেন নিখিল

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। সম্পর্কে ফাটলের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তা সামনে এল। নুসরত-নিখিলের প্রেম কাহিনিতে বাঁধ সেজেছেন যশ। ক্রমশই সুস্পষ্ট হয়ে উঠছে নুসরত-যশের রসায়ন। সূত্রের খবর, এসবের মধ্যেই এবার স্ত্রী নুসরত জাহানের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন নিখিল জৈন। এ বিষয়ে নিখিল এক সংবাদমাধ্যমে জানান, এখনই কিছু বলতে চান না। যা বলার তিনি পরে বলবেন।সোশ্যাল মিডিয়ায় নুসরত-নিখিলকে নিয়ে চর্চাও বিস্তর।

তবে সম্পর্কে ফাটল ধরলেও নুসরত বা নিখিল কেউই এতদিন পরস্পর বিরোধী কোনও পোস্ট করেননি বা সরাসরি কোনও কিছু জানাননি। কাদা ছোঁড়াছুড়ি করতেও দেখা যায়নি। কিন্তু এখন সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় একটি জল্পনাই ঘুরপাক খাচ্ছে। স্ত্রী নুসরত জাহানকে নাকি বিবাববিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন নিখিল জৈন!নুসরতের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানাতে পারেন নিখিল, এমনটা শোনা যাচ্ছিল। ইনস্টাগ্রামে সব সময়েই সক্রিয় নিখিল জৈন। সেখানেও এ ব্যাপারে কিছু পোস্ট করতে দেখা যায়নি তাঁকে।

নিখিল নুসরতের জীবনে যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে এ নিয়ে নেটিজেনদের মধ্যে আর কোনও সন্দেহ নেই। ঘর ভাঙার গুঞ্জনকে বারবার উস্কে দিচ্ছে নুসরত ও নিখিলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলও। দুজন-দুজনকে ছাড়াই বেড়াতে যাচ্ছেন। আগে যেখানে সুখী দাম্পত্য জীবনের ছবি ফুটে উঠত, সেখানে এখন ছবিতে উঠে আসে কিছু ‘তিক্ত’ মন্তব্য! দুজনের মধ্যে যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে তা বোঝাই যায়।এদিকে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া নিয়ে কোনওদিনই মুখ খোলেননি নিখিল।

এমনকী তাঁর নেটমাধ্যমেও কোনও নুসরত-বিরোধী পোস্ট দেখা যায়নি। বরং ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়েই হয়তো তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ইনস্টাগ্রাম বলছে, নুসরতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তাঁর বোন নুজহত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল।

এদিকে নিখিল-নুসরত সম্পর্কের ভাঙন স্পষ্ট হতেই যশ-নুসরতের সম্পর্কের রসায়ন গাঢ় হতে শুরু করেছে। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যশকে নিয়ে নুসরতের উপস্থিতি, কিছুদিন আগেই ‘ডিকশনারি’র প্রিমিয়ারে নুসরতের সঙ্গে জুটি বেঁধে আসা যশ, একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তোলা সেইসমস্ত জল্পনাকে উস্কে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?