তালাকের খবর ভিত্তিহীন: নুসরাত

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। নুসরাত জাহান ও নিখিল জৈনের তালাকের খবর ছড়ানোর ২৪ ঘণ্টা পার হওয়ার আগে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এ খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।সোমবার রাতে কলকাতার আনন্দবাজার ডিজিটাল জানায়, বিচ্ছেদ চেয়ে তৃণমূল সংসদ সদস্যকে নোটিশ পাঠিয়েছেন নিখিল। কিন্তু পরদিনই একই সংবাদমাধ্যমকে জানান, এ খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

নুসরাত বলেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো কথাই হয়নি।”এক সংবাদবিজ্ঞপ্তি তিনি বলেন, “আমি সবাইকে জানাতে চাই আনন্দবাজার পত্রিকা ডিজিটালে একটি সংবাদ ঘোরাফেরা করছে, সেটা সম্পূর্ণরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনো খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।”একই বিষয়ে নিখিল বলেন, “বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সময় এলেই বলব।”

অর্থাৎ, নিখিল ওই বিষয়ে ‘হ্যাঁ’ যেমন বলেননি, তেমনই সরাসরি ‘না’ও বলেননি।নিখিল এখন কলকাতার বাইরে রয়েছেন। অন্যদিকে আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নুসরাত।বেশ কিছুদিন ধরে নুসরাত-নিখিল একসঙ্গে থাকেন না। এই মুহূর্তে অভিনেত্রীর ঠিকানা তার বালিগঞ্জের বাড়ি। সেখানে মা, বাবা এবং বোনের সঙ্গেই থাকছেন তিনি। এমনকি, নুসরাতের জন্মদিনের অনুষ্ঠানেও নিখিল আসেননি।

বরং দেখা গেছে ‘বন্ধু’ যশ দাশগুপ্তকে।কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র প্রিমিয়ারেও ছবির নায়িকা নুসরাতের সঙ্গে নিখিলকে দেখা যায়নি। উল্টে যশকে সঙ্গে নিয়েই তিনি সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছিলেন। এ নিয়ে স্বামীর সঙ্গে নায়িকার জটিলতার গুঞ্জন আরও বেড়েছে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র দিন কয়েকের মাথায় তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সারেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। বিয়ের ঠিক এক বছর আট মাসের মাথায় তাদের চূড়ান্ত বিচ্ছেদের গুঞ্জন উঠল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?