অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর মা আর নেই। গত রবিবার ঘোষণা আসে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে মৃত্যু হয়েছে ডোনা মিগুয়েলিনার।এমন দুঃখের খবর শুনে বেদনাহত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন তিনি। পাশে দাঁড়িয়েছেন সাবেক সতীর্থের।ইনস্টাগ্রামে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রতি সহমর্মিতা জানিয়ে মেসি লিখেছেন, ‘রোনি, আমি ভাষাহীন। বিশ্বাসই হচ্ছে না।
এই শোক সহ্য করার শক্তি হিসেবে পাশে আছি, পরিবারের প্রতি সমবেদনা। তোমার এই ক্ষতিতে খারাপ লাগছে। তিনি শান্তিতে ঘুমোন।’ এক সময় বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন রোনালদিনহো-মেসি। একসঙ্গে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তারা। রোনালদিনহো যেসব ক্লাবে খেলেছেন, তাদের অনেকেই শোক বার্তা দিয়েছেন। জানিয়েছেন সহমর্মিতা।