নিজের কৌতূহলের সঙ্গে পাল্লা দিয়ে এক সময় এ কিশোরী আকাশের দিকে প্রশ্ন ছুড়তে থাকে। মার্গারেটের এমন দোলাচল নিয়ে বেড়ে ওঠা লাখ লাখ কিশোর-কিশোরীদের আন্দোলিত করে। এ ছবির মাধ্যমে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ফোর্টসন। এর আগে তাকে পল রুডের মেয়ের চরিত্রে দেখা গেছে ‘অ্যান্ট-ম্যান’ ছবিতে। নিজের চরিত্র নিয়ে ফোর্টসন জানায়, মার্গারেট ও তার মাঝে মিল রয়েছে। সে বোকা ও বিস্ময়কর মার্গারেটকে ভালোবাসে।
যার রয়েছে বিশাল হৃদয় ও ভালোবাসা। শুধু বন্ধুত্ব চায় ও জানতে চায় সে আসলে কে। এ দিকে উপন্যাসের লেখিকা ব্লম জানান, চরিত্রগুলো নিয়ে পাঠকদের নানা ধরনের ফ্যান্টাসি রয়েছে। তবে কাস্টিং তার পছন্দ হয়েছে। দুই অভিনয়শিল্পীর প্রশংসাও করেন তিনি। এপ্রিল নাগাদ ময়দানে গড়াবে ‘আর ইউ দেয়ার গড? ইটস মি, মার্গারেট’। ছবিটি পরিচালনা করছেন ফ্রিমন ক্রেইগ।