স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। জিবি হাসপাতালের ডাইলোসিস বিভাগের অবস্থা বেহাল হয়ে পড়েছে। জিবি হাসপাতালের ডাইলোসিস বিভাগে মোট ১২ টি ডাইলোসিস মেশিন রয়েছে।
তারমধ্যে পাঁচটি মেসিন বিকল হয়ে রয়েছে। বাকি সাতটি মেশিন এর মধ্যে দুটি মেশিন আপতকালিন রোগীদের জন্য রাখা হয়েছে। বাকি পাঁচটি মেশিন অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুবই অসুবিধা হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। তাই মঙ্গলবার রোগীর আত্মীয় পরিজনরা একত্রিত হয়ে জিবি হাসপাতালের এম.এস-এর নিকট ডেপুটেশন প্রদান করে।
তাদের দাবি অতিসত্বর খারাপ মেশিন গুলিকে ঠিক করে কাজে লাগাতে হবে। রোগীর আত্মীয়দের বক্তব্য সময় মতো ডায়ালেসিস করা যাচ্ছে না। তিনটির পরিবর্তে একটি করে ডায়ালসিস তাদের ভাগ্যে জুটছে। তার জন্যও অপেক্ষা করতে হচ্ছে।
এই অবস্থায় রোগীকে নিয়ে চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিজনরা। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা।