স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হয় ক্যারাম প্রতিযোগীতা। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।
প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছেন চিন্ময় দেবনাথ, প্রবল নিয়োগী ও দুলাল সাহা। টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে রয়েছেন সুপ্রভাত দেবনাথ। মোট ২৪ জন সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এইদিন টুর্নামেন্টের উদ্ধোধন করে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার বলেন আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে প্রেসক্লাবের সদস্যাদের মধ্যে খেলাধুলা চলছে।
বিভিন্ন ধাপে ধাপে খেলা হচ্ছে। এই বছর প্রথম বারের মতো লুডু প্রতিযোগিতা হয়েছে। লক্ষ্য একটাই সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের খেলাধুলার সুযোগ করে দেওয়া। এইবার স্পোর্টস সাব কমিটি এই কাজ গুলি দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।