স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। বি এস ইউ মেধা অন্বেষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
বানীবিদ্যাপীঠ স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি আর টি সি-র চেয়ারম্যান দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। করোনার আবহে শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রাখা হয়। সে সময় বই-এর সঙ্গে ছাত্র ছাত্রীদের যোগাযোগ কম ছিল।
তখন মেধা অন্বেষার মাধ্যমে অন লাইনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এইদিন।
এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলেন মেধা অন্বেষা পড়াশুনার ক্ষেত্রে তাদের বিশেষ অবদান রেখে গেছে। দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে। এই কাজ তারা আগামী দিনেও চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।