কলার ভেতরে ২ হাজার কোটি টাকার কোকেন!

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। কলার চালানের ভেতরে দুই হাজার ৩০০ কেজি কোকেন আটক করেছে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা। কলম্বিয়া থেকে এ কলার চালান আসে, যার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণের এ কোকেন।

বিবিসি জানায়, আটক হওয়া এসব কোকেনের মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১৯০ কোটি টাকারও বেশি।যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে বিপুল পরিমাণ এ মাদক জব্দ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।কলার চালানটি ডামি প্যাকেজ করে উত্তর লন্ডনের টোটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠানো হয়।

সেখানে চালানটি সংগ্রহকারী দশজনকে গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি আটক করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা।এনসিএ’র অপারেশন বিশেষজ্ঞের প্রধান জন কোলেস বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও ছুরি কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড এবং তরুণ ও দুর্বল ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে কোকেন সরবরাহের সরাসরি সম্পর্ক আছে।

’যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম মাদক পাচারের এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।এর আগে, ২০২০ সালের মার্চে করোনা মহামারীর মধ্যে ৪ হাজার ২০০ কেজির একটি কোকেন চালান ধরা পড়েছিল যুক্তরাজ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?