অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারি।। মূল্যবৃদ্ধির বাজারে প্রায় রোজই বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। লিটার পিছু তা বর্তমানে প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই। এই অবস্থায় পেট্রোল, ডিজেলের দাম কমানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।জানা গিয়েছে এই চিঠিতে সনিয়া বলেছেন, আন্তর্জাতিক বাজারে যখন কাঁচা তেলের দাম কম, তখন দেশের বাজারে পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির জেরে নাভিঃশ্বাস উঠেছে সাধারণ জনতা ও কৃষকদের।
চিঠিতে সোনিয়ে লিখেছেন, ইউপিএ জমানার থেকেও বর্তমানে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কম। তাই দাম কমানো হোক পেট্রোল, ডিজেলের। গত সাত বছরে পেট্রোল, ডিজেলের বাড়তি দামের ফলে যে ২১ লক্ষ কোটি টাকা আয় হয়েছে কেন্দ্রের, তাও জনতাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সোনিয়া।