স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ ফেব্রুয়ারী।। আজ দুপুর আনুমানিক বারোটা পনেরো মিনিটে উদয়পুর রাধাকিশোরপুর থানার বিপরীতে শহর উদয়পুরের সহিত পূর্ব গকুলপুরের সংযোগ স্থাপনকারী ঝুলন্ত ব্রীজের নীচে জমাকৃত আবর্জনা স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে পথ চলতি মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করেন ।
সাথে সাথে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎপরতায় সহিত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় , যদিও দমকলের দুটি ইঞ্জিন কাজে লাগিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আসে ।
স্থানীয় টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্বোধক তথা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী প্রনজিত সিংহ রায় অনুষ্ঠান কাটছাঁট করে ঘটনা স্থলে আসেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। যদিও আগুনের ভয়াবহতা বড়সড় বিপদ ঘটাতে পারতো ,যদি দিনের বেলা না হয়ে রাতে হতো তাহলে বিপুল ক্ষতি হতে পারতো বলে সংশ্লিষ্ট মহল মনে করে ।
চক বাজার ও মাছ বাজারের যাবতীয় আবর্জনা এই ঝুলন্ত ব্রীজ সংলগ্ন এলাকায় স্তূপীকৃত করা হয় বলেই , এই আগুন যে কোন সময়ই লাগতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা অনুযোগ করেন ।ভয় ও আতঙ্কে নিকটবর্তী ব্যবসায়ীরা দোকানপাঠ খোলা রেখে আত্ম চিৎকার শুরু করেন।
অগ্নি নির্বাপক দপ্তর নিকটবর্তী থাকায় উদয়পুর শহর আজ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে । ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ।