স্টাফ রিপোর্টার , আগরতলা, ২১ ফেব্রুয়ারী।। স্মার্ট সিটি প্রকল্পের অধীন একাধিক নিকাশি নালা-সহ বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন হয়। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়ার লক্ষ্যে তাঁর কার্যধারা পরিচালনা করছেন সেই একই দিশায় রাজ্যের বর্তমান সরকার নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে পথ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, অতীতে নিকাশি ব্যবস্থা সহ কোনও কাজ পরিকল্পনা মাফিক হয়নি।
তাতে দুর্নীতি ভরা ছিল। আজকে শুধু আগরতলা নয় রাজ্যের ছোট শহরগুলিতেও নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।মুখ্যমন্ত্রী জানান, বনমালীপুরে উমেনস কলেজের সামনে প্লাস্টিক রিসাইকেল করে ৬০০ মিটার রাস্তা নির্মিত হয়েছে। যা ত্রিপুরার বুকে প্রথম। নতুন নজির তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই সরকার শৈশব কাটিয়ে কৈশোরে পা রেখেছে। ২০২২-এ যৌবনে পৌঁছবে। তার মধ্যে মাথা তুলে দাঁড়াবে আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রকল্প।