অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারি।। ক্রিস্তিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। সবশেষ যিনি নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। যে ছবিতে শুধু একটি ব্যাগ দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন পর্তুগিজ সুপারস্টারের বান্ধবী।
জর্জিনা সম্প্রতি স্প্যানিশ ম্যাগাজিন ইনস্টাইল-এর কাভারের মডেল হয়েছেন। তিন দিন আগে সেই ম্যাগাজিনটির ছবি পোস্ট করেন জর্জিনা। মাঝে আরো কিছু ছবি পোস্ট করার পর সবশেষ রবিবার পোস্ট করেছেন নগ্ন ছবিটি।যে ছবিটিও মূলত ম্যাগাজিনটির ফটোসেশনেই তোলা।
জর্জিনা ফটোসেশনে বলেছেন, ‘তুমি আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছ। যা আনন্দের।’ ইনস্টাইলের আর্টিকেলে লেখা হয়েছে, তুরিন থেকে ফিরেই এভাবে পোজ দেন জর্জিনা। এরপরও ক্যামারার সামনে তার সাবলীল ভঙ্গির প্রশংসা করা হয় আর্টিকেলে।