স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। নো কম্প্রোমাইজ অর্থাৎ জিরো টলারেন্স৷ আর সে কথা মাথায় রেখেই কুখ্যাত মাদক কারবারি গান্ধীগ্রামের বিমান দাস গ্রেফতার মামলায় গ্রেপ্তার আরো একজন অভিযুক্ত৷ তার নাম মৃণাল দত্ত৷ কুখ্যাত ব্রাউন সুগার কারবারি হিসেবে বেশি পরিচিত মৃণাল৷ রাজ্যের যত মাদক কারবারি রয়েছে মৃণাল দত্ত কে এক নামে চেনে৷ তাকে চড়িলাম থেকে আটক করেছে পুলিশ৷
গত মাসের শেষ সপ্তাহের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মৃণাল দত্ত৷ কিন্তু ক্রাইম ব্রাঞ্চ তার পিছু ছাড়েনি৷ ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে এই অভিযুক্তের কাছ থেকে ব্রাউন সুগার কিনেছিল বিমান দাস৷ সে মূলত ব্রাউন সুগার সাপ্লাইয়ার৷ রাজধানীসহ শহরগুলিতে ব্রাউন সুগার বেঁচে মৃণাল দত্ত৷ গোটা রাজ্যে তার বিরাট নেটওয়ার্ক৷ব্রাউন সুগার বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে মৃণাল৷তাকে গ্রেপ্তার করার পর অরুন্ধতী নগর থানায় আনা হয়েছে৷ শেষ খবর পাওয়া যায় না গেছে থানার লকআপে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ৷
উল্লেখ্য মাদক কারবারি বিমান দাস গ্রেফতার মামলায় সপ্তাহ খানেক আগে ক্রাইম ব্রাঞ্চ এর পুলিশ আটক করেছিল শিবু মালাকার ও রঞ্জন নাগকে৷ বর্তমানে গ্রেফতারকৃত ওই দুজনকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে৷তাদেরকে ক্রাইম ব্রাঞ্চ এর আরেকটি টিম জেরা করছে৷ এই মামলার আরেক কুখ্যাত মাদক কারবারি রাজু বর্মণকে এখনো খুঁজে বেড়াচ্ছে পুলিশ৷এক্ষেত্রেও একটি ইনভেস্টিগেশন টিম তৈরি করে কাজ চলছে৷
ক্রাইম ব্রাঞ্চের এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে রাজ্যে ও রাজ্যের বাইরে বড়োসড়ো মাদক কারবারীদের নেটওয়ার্ক রয়েছে৷ রাজধানী আগরতলাতে এদের নেটওয়ার্ক অনেক বড়৷ ইতিমধ্যে অনেকের নামধাম জানা গেছে৷ সেই মোতাবেক বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে৷