ঊনকোটি জেলাভিত্তিক ঝুমুর ও চা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চন্ডীপুর, ২১ ফেব্রুয়ারী।। আজ মহকুমার চণ্ডীপুর ব্লকের গোলকপুর টি এস্টেট হাইস্কুল প্রাঙ্গণে ঊনকোটি জেলাভিত্তিক ঝুমুর ও চা উৎসবের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল (দাস)৷ উদ্বোধকের ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতির এক বিশেষ অংশ দখল করে আছে বাগিচা শ্রমিকদের সংস্কৃতি৷

তাদের সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য এই রাজ্যের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে৷ বাগিচা শ্রমিকদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উজ্জীবিত করতেই রাজ্য সরকার প্রথমবারের মতো চা বাগিচা অধ্যষিত এলাকাতে এই ঝুমুর ও চা উৎসবের আয়োজন করেছে৷ স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দিব্যেন্দ শেখর দত্ত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, গোলকপুর টি এস্টেটের ম্যানেজার পার্থপ্রতীম নন্দী প্রমুখ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?