সিনেমার শ্যুটিং চলাকালে কেট উইনসলেট রোনানের ২৫তম জন্মদিন পালন করেন। তবে রোনানের কাছে বড় উপহার নাকি সিনেমায় করা দৃশ্যটি।তিনি মিররকে বলেন, আমি খুব চমৎকার সময় কাটিয়েছি। এত নিবিড় কোনো যৌন দৃশ্যে আমি আগে অভিনয় করিনি। তার (কেট) সঙ্গে এ দৃশ্যে অভিনয় করতে পেরে আমি খুব নিরাপদ বোধ করেছি। আমার মনে হয়েছে তার সঙ্গে আমি যেকোনো জায়গায় যেতে পারি। ওই দৃশ্য নিয়ে রবিবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে কেট উইন্সলেট বলেন, আমাকে অসংখ্যবার প্রশ্ন করা হয়েছে আমোনিতে সিনেমার দৃশ্যটির কথা, কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে করা যৌন দৃশ্য নিয়ে আমাকে এত প্রশ্ন শুনতে হয়নি।
৯০ ভাগ সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে আমোনিতের যৌন দৃশ্য নিয়ে। তিনি বলেন, আমার পছন্দ হয়েছে যেভাবে ফ্রান্সিস (পরিচালক) গল্পটি বলতে চেয়ছে। সে কোনো দ্বিধা ছাড়াই কাজটি করতে পেরেছে। সেখানে ওই সম্পর্কটি পুরো সিনেমার একটি অংশমাত্র। এখানে ভয় বা গোপনীয়তার কিছু ছিল না, এখানে মূল কথা ছিল দুই ব্যক্তির (নারী) প্রেম।