তিনি বলেন, ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষি, ধর্ম ও সংস্কৃতির লোক রয়েছেন৷ এই মিশ্র সংস্ক’তিকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য৷ আজকের দিনে তিনি ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যক্ষা দীপান্বিতা চক্রবর্তী বলেন, মাতৃভাষা ব্যবহারের মাধ্যমেই বেঁচে থাকে৷ তাই প্রত্যেকের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে৷
এছাড়া বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক মনোজ দেববর্মা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক শুভরঞ্জন দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজমদার৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুক্লা মজমদার, সমাজসেবী অভিষেক দেবরায় প্রমুখ৷
মাত’ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে উদয়পুর শহরের তিন প্রান্ত থেকে রেলি করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে একটি ওপেন ক্যইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মাল্যদান করেন এবং অতিথিগণ পুপার্ঘ্য অর্পণ করেন৷