স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। রাজধানীর প্রাণকেন্দ্রে অস্ত্রের মজুদ ভান্ডার রয়েছে৷ সে জন্য অস্ত্র রাখার জন্য নিরাপদ স্থান হিসেবে অপেক্ষাকৃত স্পর্শকাতর এলাকাগুলোতে বেছে নেওয়া হয়েছে৷ রবিবার এরই উদাহরণ হিসেবে মহাকরণ তথা বিধানসভা ভবনের উল্টোদিকে গোয়ালা বস্তিতে অভিযান চালায় বিশাল পুলিশবাহিনী৷ সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান৷
অতি সম্প্রতি এই বস্তির মুখে রাতের আধারে একাংশ সমাজবিরোধীর পেছনে ধাওয়া করতে গিয়ে তাদের একজনের কাছ থেকে গুলির ম্যাগজিন মাটিতে পড়ে যায়৷ এরপর থেকেই পুলিশ এই ম্যাগজিনের উপস্থিতিকে ঘিরে নড়েচড়ে বসে৷ ক্রমে একাধিকবার অভিযান চালানো হয় গোয়ালা বস্তিতে৷ রবিবার এরই উদাহরণ হিসেবে পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে গোটা বস্তিতে কর্ডন করে ফেলা হয়৷
কিন্তু সন্দেহভাজন যুবকদের উদ্ধার করা সম্ভব হয়নি৷ অভিযুক্তরা আগেই পালিয়ে যায়৷ পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে যখন সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যুবকদের ধাওয়া করা হয়েছিল তখন কমপক্ষে ১০/১২ জন যুবক সেখানে উপস্থিত ছিল৷ সূত্রে দাবি করা হয়েছে গোয়ালা বস্তির সহ আশপাশ এলাকাগুলোতে একাংশ সমাজবিরোধীর নিয়মিত বিচরণ রয়েছে৷ এদের হাতে অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র রয়েছে৷
এই অঞ্চলটাতে রয়েছে গাজা পাচারকারীদের বিরাট কারবার৷রাজ্যের বিভিন্ন প্রান্তে গাজা পাচারকারী যারা ধরা পড়েছে তারা বরাবরই বলেছে গোয়ালা বস্তি এলাকায় প্রচুর পরিমাণ গাজা সব সময় মজুত করা হয়৷ এবং সেখান থেকে অত্যন্ত সুকৌশলে সেগুলি পাচার করা হয়৷ যেহেতু মহাকরণের একেবারে কাছাকাছি এলাকা তাই সচরাচর এখানে গাজা কিংবা অন্যান্য মাদকদ্রব্য রাখা হবে সে ব্যাপারটি কেউ ধারণ করতে পারে না৷
পুলিশ জানিয়েছে যে সমস্ত দুষৃকতীদের সেদিন ধাওয়া করা হয়েছিল তাদের একটা অংশ শহরের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি দুষ্কর্মের সঙ্গে জড়িত রয়েছে৷ একই সঙ্গে স্থানীয় এলাকায় মাদকের মজুত রয়েছে৷এদিন গোয়ালা বস্তিতে অভিযান চালানোর সময় স্থানীয় পুলিশ আধিকারিক তার মতামত তুলে ধরেন৷