তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানাচ্ছেন, নিউ অর্লিন্সের উপকণ্ঠে জেফারসন গান আউটলেটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।জেফারসন প্যারিশের শেরিফ জোসেফ লোপিনতো বলেন, ‘যা বোঝা গেছে, ওই জায়গায় কয়েক ধরনের বন্দুকধারী ছিল, হয় তারা কাস্টমার, নয় কর্মচারী বা আলাদা কোনো ব্যক্তি।’শনিবার বিকেলের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী টাইরন রাসেল বলেন, ‘আমরা গুলির শব্দ এবং চিৎকার শুনতে পাই।
এরপর যখন পুলিশ আসে, তারা আমাদের দোকানের বাইরে নিয়ে যায়। ভেতরে সবখানে কাচের টুকরো পড়ে ছিল, এটা সত্যিই ভয়াবহ এক দৃশ্য ছিল।’ শেরিফ অফিস থেকে জানানো হয়, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।