কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন।

চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র শনিবার এ কথা জানায়।

সূত্র আরও বলছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ।খানে ট্রাম্প রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।

নজিরবিহীনভাবে দুইবার অভিশংসিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ রিপাবলিকান চায় ট্রাম্প রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

অবশ্য নিজ দল রিপাবলিকান পার্টিতে ট্রাম্প একেবারেই অপ্রতিদ্বন্দ্বী নন। পার্টির প্রভাবশালী নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। কিছু নেতা রিপাবলিকান পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠন করারও চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?