তিনি এখন পর্যন্ত যত দিন গৃহবন্দী অবস্থায় পার করেছেন, সেটি বাদ দিয়ে বাকি সময়টা তাকে জেলে থাকতে হবে। সেই হিসাবে প্রায় ২ বছর ৮ মাস তার সাজার মেয়াদ বাকি আছে। নাভালনি এদিন কোর্টরুমের কাচের গ্লাসের ভেতর থেকে বিজয়ী চিহ্ন দেখিয়ে বলেন, ‘তারা দেড় মাস আমার সাজা কমিয়েছে। দারুণ!’ গত বছরের ২০ আগস্ট সাইবেরিয়ার শহর তমস্ক থেকে রাজধানী মস্কোতে ফিরে আসার সময় বিমানের মধ্যে নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্ক নামে আরেকটি শহরে অবতরণ করে বিমানটি। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও ফুটেজে উচ্চ আওয়াজে গোঙানির শব্দ শোনা যায়। বিমানের জানালা দিয়ে আরেকটি ফুটেজে দেখা যায়, ওমস্কের বিমানবন্দরে একটি স্ট্রেচারে করে অপেক্ষারত অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে নাভালনিকে। এরপর দ্রুত তাকে জার্মানি পাঠানো হয়।নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করতে চাওয়ার অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করে আসছে, এমন কিছুর সঙ্গে প্রশাসন জড়িত নয়।