পুনরুদ্ধার করেন অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট। এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে শ্রেষ্ঠত্ব দেখান ওসাকা। ২০১৮ ও ২০২০ সালে জেতেন ইউএস ওপেন শিরোপা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে খেললেও তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন ওসাকা। সোফিয়া কেনিন জেতেন শিরোপা। তবে সে বছর ফেব্রুয়ারি থেকেই জয় রথে ছুটছিলেন ওসাকা। বার্ডিকে হারিয়ে টানা ২১ ম্যাচ জিতে নিলেন ২৩ বছর বয়সী তারকা।ফাইনালের পথে ওসাকা কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন স্ট্রেট সেটে।
সেমিফাইনালের সেই ম্যাচ থেকেই স্পষ্ট বার্তা পাওয়া গিয়েছিল ফাইনালে তার বিপক্ষের পেরে ওঠা কঠিন হবে যে কারো জন্য।কোর্টকে যেন ক্যানভাস বানিয়ে ফেলেছিলেন ওসাকা। আর হাতের র্যাকেট যেন তুলি। তাতেই একে ফেললেন একের পর এক অসাধারণ ছবি। তার ব্যাকহ্যান্ড বা ফোরহ্যান্ড স্ট্রোকগুলোতে লেখা ছিল ধ্রুপদি ছন্দ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম উঠল যোগ্য কারো হাতেই।