১৫ কোটি রুপিতে বিস্মিত জেমিসন

অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারি ।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫ কোটি রুপিতে বিক্রি হয়ে বিস্ময়ের ঘোর কাটছে না নিউজিল্যান্ডের কাইল জেমিসনের। এত ভারতীয় মুদ্রায় নিউজিল্যান্ডে কত ডলার হয়, সেই হিসাব কষতেই বেশ সময় লেগেছে তার। ৭৫ লাখ রুপি ছিল জেমিসনের ভিত্তি মূল্য। তিন দলের দর–কষাকষিতে ১৫ কোটি রুপিতে তাকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন তিনি টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে। এখনো পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন জেমিসন।

এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন মূলত টেস্টে। সেই তিনিই ঝড় তুললেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নিলামে।নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে ২৬ বছর বয়সী পেসার বললেন, ‘সত্যি বলতে অবিশ্বাস্য অনুভূতি। ভেবেছিলাম রাতে ঘুমিয়ে যাব। কিন্তু মাঝরাতের দিকে উঠে বসি এবং ফোনে চোখ রাখি। জীবনে আর কখনো এরকম হবে কিনা কে জানে! তাই মনে এলো, পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেয়ে আলিঙ্গন করি ও উপভোগ করি। ওই ঘণ্টা দেড়েক সময়, নিশ্চিতভাবেই ছিল অদ্ভুত।’‘‘আমার নিলাম যখন চলছে, শেন বন্ড আমাকে মেসেজ পাঠায়, ‘হাউ গুড ইজ দিস?’ আমার আসলে জানা ছিল না, ১৫ কোটি রুপি নিউজিল্যান্ড ডলারে কত।

এখনও চেষ্টা করছি ব্যাপারটি হজম করার।’’জাতীয় দলে চুক্তি থেকে বছরে তার পারিশ্রমিক দেড় লাখ নিউজিল্যান্ড ডলারের মতো। আর একবারের আইপিএল থেকে তিনি পাবেন নিউজিল্যান্ড ডলারে ২৮ লাখ ৬০ হাজারের কাছাকাছি!অবিশ্বাস্য এই অঙ্ক দেখে উচ্ছ্বসিত জেমিসন ফোন করেন আপনজনদের, ‘প্রথমে আমার সঙ্গিনী এমাকে ফোন করি। ও ঘুমাচ্ছিল। ঘুম ভাঙিয়ে খবর দেই। তার পর বাবা-মাকে ফোন করি, তারা জেগেই ছিলেন।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?