অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।দীর্ঘ অপেক্ষার অবসান হলো এভারটনের। গুনে গুণে ২২ বছর কেটে গেছে। কিন্তু অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে জয় পাওয়া হয়নি দলটির। অবশেষে রিশার্লিসন ও গিলফি সিগুর্দসনের নৈপুণ্যে এভারটনের সেই না পারার গল্পে দাঁড়ি পড়ল।
শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে এভারটন।ম্যাচের ৩ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন রিশার্লিসন। ৮৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান সিগুর্দসন।
এই হারের ফলে শিরোপার রেস থেকে আরো পিছিয়ে পড়ল ইয়ুর্গেন ক্লপের লিভারপুর। ষষ্ঠ স্থানে থাকা দলটির পয়েন্ট যেখানে ২৫ ম্যাচে ৪০, সেখানে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৪ ম্যাচে ৫৬।
লিভারপুরকে হারানো এভারটনের পয়েন্ট ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট। অ্যানফিল্ডে তারা সবশেষ জিতেছিল ১৯৯৯ সালে সেপ্টেম্বরে। সেই ম্যাচেও স্কোর লাইন ছিল ২-০।
এভারটনের ২২ বছরের অপেক্ষা ফুরোনোর দিনে ৯৮ বছরের পুরোনো স্বাদ ফিরে এসেছে লিভারপুল শিবিরে।
দলটি ১৯২৩ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে টানা চার ম্যাচ হারল।