অস্ট্রেলিয়ায় করোনার টিকা কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।অস্ট্রেলিয়ায় রবিবার করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান বিরোধী বিক্ষোভের মধ্যেই এই কার্যক্রম শুরু হয়।

জনগণের আস্থা বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন টিকা নিয়েছেন। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও রয়েছেন।

এবিসি’র বরাত দিয়ে বাসস জানায়, মরিসন সিডনির উত্তর পশ্চিমাঞ্চলের একটি মেডিকেল সেন্টারে ফাইজার/বায়োএনটেকের টিকা নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশটির টিকা কার্যক্রম শুরু হয়। এরপর স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তাদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে এবিসি’র খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড় বড়া শহরে টিকাবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেয়। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেওয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।

অন্য অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় টিকা কার্যক্রম কয়েক মাস দেরিতেই শুরু হয়েছে।এদিকে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেওয়া হয়েছে। তবে তা এখনো দেওয়া শুরু হয়নি।

উল্লেখ্য, ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার লোক এবং মারা গেছে ৯০৯ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?