শেষ পর্যন্ত অবশ্য মেসিকে ছাড়েনি বার্সা। এ মৌসুম শেষে মেসি নতুন ঠিকানা বেছে নেবেন না বার্সাতেই থেকে যাবেন, সে নিয়ে কৌতূহল সবার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবি হয়েছিল দলটির। এরপরই মেসি বার্সা ছাড়তে তৎপর হন। এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় লেগে কঠিন সমীকরণ মিলিয়ে পরের রাউন্ডে ওঠা বার্সার জন্য কঠিন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সা আরো একবার আগেভাগে বিদায় নিলে ক্যাম্প ন্যুতে মেসির ভবিষ্যৎ সবদিক থেকেই শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বার্সেলোনার আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে রয়েছে চাপা উত্তেজনা।
এই নির্বাচনের ফলাফলের ওপরও মেসির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। যদিও প্রত্যেক প্রার্থীই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টারকে দলে রাখতে বদ্ধপরিকর তারা। এদিকে ফরাসি ক্লাব পিএসজি কিছুদিন ধরেই মেসিকে পাওয়ার ব্যাপারে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এর মাঝে খবর বেরোয়, সিটিও যোগাযোগ রেখে যাচ্ছে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে।তবে বিবিসি স্পোর্ট সূত্র দাবি জানিয়েছে, বিষয়টি সঠিক নয়। সিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তাবই বার্সাকে দেওয়া হয়নি বলে খবর।