অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।লা লিগায় শীর্ষে থেকে এগিয়ে চলা আতলেতিকো মাদ্রিদ হেরে গেল লেভান্তের বিপক্ষে। ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর সুযোগ মিলল।শনিবার ঘরের মাঠে ০-২ গোলে হেরে যায় আতলেতিকো।
ম্যাচের ৩০ মিনিটে আতলেতিকোর মারিও হার্মোসো নিজেদের পোস্টেই বল ঠেলে দেন।ম্যাচের যোগ করা সময়ে জর্গে ডি ফ্রুটোস গোল করে আতলেতিকোর ২-০ গোলে জয় নিশ্চিত করেন।
ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে আতলেতিকোই। মোট ২৮বার প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছে দলটি। অন টার্গেট শট ছিল ১১টি। কিছু সাফল্য আসনেনি। অন্যদিকে একটি মাত্র অন টার্গেট শটেই সফল লেভান্তে।২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।
এদিন বাংলাদেশ সময় রাত ২টায় ভায়াদোলিদের বিপক্ষে খেলবে রিয়াল। জিতলে আতলেতিকোর সঙ্গে দলটির ব্যবধান কমে ৩-এ আসবে।২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিদানের দল।
এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। রবিবার কাদিসের বিপক্ষে জিতলে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমবে তাদেরও। আর সেটি হলে লা লিগার শিরোপার লড়াই জমে উঠবে আরো।