কেউ বলতে শুরু করেন, কঙ্গনাকে মাস্ক পরতে বলুন, তা না হলে জরিমানা গুনতে হবে তাকে। কেউ বলতে শুরু করেন, আশপাশের সবাই যখন মাস্ক পরে ঘুরছেন, সেই সময় কঙ্গনার নাক, মুখ ঢাকা নেই? বলিউডের স্বজনপোষণ, মাদকচক্র নিয়ে যখন বারবার সরব হচ্ছেন, তখন কেন আপনি নিয়ম ভাঙছেন বলে কঙ্গনাকে প্রশ্ন করেন অনেকে। তবে কড়া সমালোচনা ও আক্রমণের মুখে পড়েও কঙ্গনা এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি।
অবশ্য এই প্রথম নয়, এর আগে মুম্বাইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে মাস্ক ছাড়া গিয়ে সমালোচনার মুখে পড়েন কঙ্গনা। বর্তমানে ‘ধাকড়’-এর শুটিং করছেন কঙ্গনা। সঙ্গে আছেন অর্জুন রামপালসহ অনেকেই। এ ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে ধরা দেবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিক। এ ছাড়া আরেকটি ছবিতে পাইলটের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।