মন্দিরে গিয়েও সমালোচিত!

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি ।। সমালোচনা, বিদ্রূপের হাত থেকে যেন রক্ষা নেই কঙ্গনা রনৌতের। সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে যান অভিনেত্রী। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই জোরদার আক্রমণের মুখে পড়েন। অবশ্য আক্রমণকারীরা নিছক ব্যক্তিবিদ্বেষ দেখাননি। করোনা পরিস্থিতিকে কেন্দ্র করেই নায়িকার এই সমালোচনা। ভারতীয় গণমাধ্যম জানায়, কঙ্গনা যখন পুরীর জগন্নাথ মন্দিরের ছবি শেয়ার করেন, তখন মাস্ক কোথায় বলে প্রশ্ন তোলেন অনেকে।

কেউ বলতে শুরু করেন, কঙ্গনাকে মাস্ক পরতে বলুন, তা না হলে জরিমানা গুনতে হবে তাকে। কেউ বলতে শুরু করেন, আশপাশের সবাই যখন মাস্ক পরে ঘুরছেন, সেই সময় কঙ্গনার নাক, মুখ ঢাকা নেই? বলিউডের স্বজনপোষণ, মাদকচক্র নিয়ে যখন বারবার সরব হচ্ছেন, তখন কেন আপনি নিয়ম ভাঙছেন বলে কঙ্গনাকে প্রশ্ন করেন অনেকে। তবে কড়া সমালোচনা ও আক্রমণের মুখে পড়েও কঙ্গনা এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি।

অবশ্য এই প্রথম নয়, এর আগে মুম্বাইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে মাস্ক ছাড়া গিয়ে সমালোচনার মুখে পড়েন কঙ্গনা। বর্তমানে ‘ধাকড়’-এর শুটিং করছেন কঙ্গনা। সঙ্গে আছেন অর্জুন রামপালসহ অনেকেই। এ ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে ধরা দেবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিক। এ ছাড়া আরেকটি ছবিতে পাইলটের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?