নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের চলাফেরায় বিধিনিষেধ শিথিল

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি ।।নিউইয়র্কে ইরানের কূটনীতিকদের চলাফেরায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদরদপ্তরে দায়িত্ব পালনে স্বীকৃতিপ্রাপ্ত ইরানের কূটনীতিকদের চলাফেরার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে।

উত্তেজনা হ্রাসের লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে চরমভাবে বাধা সৃষ্টি করে আসছিল, এমন বিধিনিষেধ সংশোধনের মাধ্যমে বহুপাক্ষিক কূটনীতির অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে এখানে এমন পদক্ষেপ নেওয়া হয়।’ এদিকে এমন সময় এ পদক্ষেপ নেওয়া হলো যখন পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আরও দূরত্ব তৈরি হয়েছে।

ইরান বলছে, চুক্তির শর্ত অনুযায়ী পশ্চিমা দেশগুলো পদক্ষেপ না নিলে চুক্তি মানার বাধ্যবাধকতায় আরও শিথিলতা দেখাবে তেহরান। বিপরীতে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুরোপুরি মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চুক্তির সঙ্গে যুক্ত পশ্চিমা দেশগুলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?