স্কুলে ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ঘোষণা জাসিন্ডার

অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি।। নিউজিল্যান্ডের সকল স্কুলে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন বা মাসিকের পণ্য বিনামূল্যে বিতরণ করা হবে। চলতি বছরের জুন মাস থেকে এ কর্মসূচি চালু হবে। বিবিসি জানায়, দারিদ্র্যের কারণে অনেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারে না। সেই সংকট দূর করতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।মাসিকের পণ্য কিনতে না পারায় অনেক ছাত্রী ক্লাসে আসে না। অনেকে স্কুলে উপস্থিতির হার কমে যায়।

বিষয়টিকে উদ্বেগ প্রকাশ করে পুরো দেশের স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করবে কর্তৃপক্ষ। গত বছর ১৫টি স্কুলে পরীক্ষামূলক কর্মসূচি চালু করা হয়েছিল। সেটি সফল হওয়ার পর এখন দেশজুড়ে এ কর্মসূচি চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘জীবনের স্বাভাবিক একটি অংশের কারণে পড়াশোনা (স্কুল) মিস দেওয়া উচিত নয়।’ তিনি জানান, ‘মাসিকের পণ্য কেনার সামর্থ্য না থাকায় নিউজিল্যান্ডে ১২ জন ছাত্রীর মধ্যে একজন স্কুল মিস দেয়। অল্প আয়ের কারণে তারা এসব পণ্য কিনতে পারে না বা উপযুক্ত পণ্য পায় না।

’ জাসিন্ডা আরও বলেন, ‘দারিদ্র্য মোকাবিলা, স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং শিশুদের সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকার জন্য বিনামূল্যে মাসিকের পণ্য সরবরাহ করা হবে।’জানা গেছে, ২০২৪ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ কর্মসূচি বাস্তবায়নে খরচ হবে ১৮ মিলিয়ন ডলার। গত নভেম্বরে স্কটল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে যেকোনো নারীর জন্য স্যানিটারি পণ্য বিনামূল্যে বিতরণ কর্মসূচি চালু করে। গত বছর সকল প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি পণ্য বিতরণ শুরু করে ইংল্যান্ডও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?