এ নিয়ে অভিনেতার মন্তব্য, “যুবসম্প্রদায়ের আরও বেশি করে রাজনীতিতে আসা উচিত দেশ-দশের উন্নতির জন্য।”টলিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে মাস দুয়েক ধরে আলোচনায় আছেন যশ। এমনকি অভিনেত্রীর সংসার ভাঙার গুঞ্জন রয়েছে তুঙ্গে। কিন্তু দল বাছাইয়ের ক্ষেত্রে বন্ধুত্বের মূল্য দিলেন না যশ!ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য বিজেপির সহ-সভাপতি মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে দেখা করেন যশ দাশগুপ্ত।
জল্পনার সূত্রপাত সেখান থেকেই। এ দিকে আবার গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের গতিবিধির ওপর কড়া নজর নুসরাত জাহানের। বাজেট পেশ হোক কিংবা কৃষি বিল থেকে ভারতে বাড়তে থাকা বেকারত্ব, যাবতীয় বিষয়েই তিনি বিজেপি সরকারের সমালোচনায় সরব। এমনকি তৃণমূলের মুখপাত্র হিসেবে নুসরাতের পদ্ম-বিরোধী টুইট রীতিমতো ‘সুপারহিট’! আর সেই প্রেক্ষিতেই যশের গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ায়, তার সংসদ সদস্য বন্ধুর প্রতিক্রিয়ার অপেক্ষায় সবাই। সম্প্রতি ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন যশ ও নুসরাত। সঙ্গে আছেন তৃণমূলের আরেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী।