এতদিন বলা হচ্ছিল, কিং খানের ‘পাঠান’ মুক্তি পাবে দিওয়ালিতে। কিন্তু ইয়াশরাজের ঘোষণা অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসবে আসবে অক্ষয় কুমারের ‘পৃথ্বিরাজ’। এমনকি ঘোষণায় একাধিক ছবির মুক্তির দিনক্ষণ থাকলেও ‘পাঠান’ নিয়ে কোনো মন্তব্য নেই। বোঝা যাচ্ছে শাহরুখের ভক্তদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। হয়তো এ বছর মুক্তি পাবে না ছবিটি। গত বছরের শেষ দিকে ‘পাঠান’-এর শুটিং শুরু করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও রোলে আছেন সালমান খান। ঐতিহাসিক কাহিনি ভিত্তিক ‘পৃথ্বিরাজ’-এ অক্ষয়ের সঙ্গে আছেন মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত ও সোনু সুদ। এ ছবি মুক্তি পাবে ৫ নভেম্বর। এ ছাড়া অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া ‘সন্দীপ আউন পিঙ্কি ফেরার’, সাইফ আলী খান ও রাণী মুখার্জী ‘বান্টি আউর বাবলি টু’, রণবীর কাপুর ও বাণী কাপুরের ‘শমসেরা’ এবং রণবীর সিং ও শালিনী পাণ্ডের ‘জয়েসভাই জোরদার’ মুক্তির ঘোষণা দিয়েছে ইয়াশরাজ ফিল্মস।