স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ১৮ ফেব্রুয়ারী।।আজকের ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের আগামী দিনের ভবিষ্যৎ৷ দেশ এবং রাজ্য গঠনের কাজে ছাত্রছাত্রীদের বিরাট ভূমিকা রয়েছে৷
আজ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী স্কুল প্রাঙ্গণে ন্যাশনাল হাইওয়ে অ্যাণ্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ফাউণ্ডেশান ফর নিউট্রিশান এবং গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ান লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত ’গিফট মিল্ক’ কর্মসূচির সূচনা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের সুকলে শুধু ভাল ফলাফল করলেই চলবেনা৷ সমাজের ভাল কাজে তাদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে৷
ছাত্রছাত্রীদের এধরণের মানসিকতার বিকাশে শিক্ষকদের সহায়ক ভূমিকা নিতে হবে৷ এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী পরীক্ষার আগের দিনগুলিতে অত্যন্ত মনযোগ সহকারে পড়াশুনা করার পরামর্শ দেন৷
তিনি বলেন, এই দুইটি পরীক্ষায় এখন রাজধানীর পাশাপাশি মহকুমার বিভিন্ন সুকলের ছাত্রছাত্রীরাও খুব ভাল ফলাফল করছে৷ বিশেষকরে ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মত৷ তিনি বলেন, করোনা অতিমারির কারণে এবছর ছাত্রছাত্রীদের পড়াশুনাতে এমনিতেই ব্যাঘাত ঘটেছে৷ এখন সবাই মিলে এই ঘাটতি দূর করতে হবে৷
শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ এর সুুফলও ইতিমধ্যেই আসতে শুরু করেছে৷ বিভিন্ন কর্মসূচি রূপায়ণে এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান৷ শিক্ষামন্ত্রী ছাত্রীদের মধ্যে দুধ বিতরণের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, দুধে নানা রকম খাদ্যগুণ রয়েছে৷
এগুলি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে দারুণভাবে সহায়ক ভূমিকা নিয়ে থাকে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হাইওয়ে অ্যাণ্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আর পি সিং৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী স্কুলের প্রধান শিক্ষক অজিত দাস৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস (দত্ত), জেলাশিক্ষা আধিকারিক হাবুল লোধ, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সুুধাংশু দাস বৈষ্ণব, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ান লিমিটেড-এর চেয়ারম্যান সমীর দাস প্রমুখ৷