অনূর্দ্ধ-১৭ বছরের বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৮ ফেব্রুয়ারী।। ত্রিপুরা স্কুল বোর্ড পরিচালিত অনূর্দ্ধ ১৭ বছরের বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক ভলিবল আসরের আজ উদ্বোধন হয় কমলপুর রামকৃষ্ণ আশ্রম সংলগ মাঠে৷

রাজ্যভিত্তিক এই আসরে আটটি জেলার বালক ও বালিকাদের দল অংশগ্রহণ করে৷ আসরের উদ্বোধন করেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস৷

উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, কমলপুর ভলান্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সম্পাদক শ্যামল কান্তি পাল, কমলপুর ও পানিসাগর মহকুমার ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ ও কমলেন্দ শীল৷

প্রবীণ শিক্ষক বিজয় সিংহ রায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ উদ্বোধনী খেলায় বালক বিভাগে উত্তর জেলা ও ধলাই জেলা অংশগ্রহণ করে এবং বালিকা বিভাগে সিপাহীজলা জেলা ও খোয়াই জেলা অংশগ্রহণ করে৷ ২০ ফেবয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?