আকর্ষণীয় এ প্রামাণ্যচিত্র নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। এর মধ্যে টিএমজেড জানায়, ছবিটির সঙ্গে সরাসরি যুক্ত আছেন ব্রিটনি স্পিয়ার্স নিজেই। নির্মাতা হিসেবে কার বেশ পরিচিতি। তিনি নির্মাণ করেছেন জিপসি রোজ ব্ল্যানচার্ডের প্রামাণ্যচিত্র ‘মামি, ডেড অ্যাথ ডিয়ারেস্ট’ ও এইচবিও’র প্রামাণ্যচিত্র ‘আই লাভ ইউ: দ্য কমনওয়েলথ ভার্সেস মিচেল কার্টার’। এ ছাড়া অলিম্পিক জিমন্যাস্টিকসে যৌন নিগ্রহণ নিয়ে সম্প্রতি নির্মাণ করেছেন ‘অ্যাট দ্য হার্ট অব গোল্ড’।
একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে ২০০৭ সাল থেকে নিজের ওপর অভিভাবকত্ব হারিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। ওই সময় থেকে তার সম্পত্তির দেখভাল করেন বাবা জেমস স্পিয়ার্স। গায়িকার অসুস্থতার কারণে আদালত থেকে এ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিষয়টি মানতে পারেননি ব্রিটনি, তাই ২০১৭ সাল থেকে তিনি পারফর্ম থেকে বিরত আছেন। সম্প্রতি ব্রিটনিকে অনেকটা স্বাভাবিক দেখা গেছে।
নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন তিনি। ইতি-নেতিবাচক প্রতিক্রিয়া পায় জানুয়ারির চলচ্চিত্রটি। তবে ব্রিটনির অভিভাবকত্ব বিষয়ক বিতর্ক এতে না থাকায় অনেকেই হতাশা। বিশেষ করে ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের সঙ্গে যুক্ত অনুরাগীরা। এখন দেখার বিষয় নেটফ্লিক্স এ আন্দোলনে নতুন কী যোগ করে।