অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। তলপেটের চোটগ্রস্ত পেশি নিয়ে খেলেই নিশ্চিত করেছেন শেষ চার। ম্যাচের একপর্যায়ে মেজাজ হারিয়ে তো নিজের র্যাকেট ভেঙে বসেন তিনি। মঙ্গলবার মেলবোর্ন পার্কে আলেক্সান্ডার জেভেরেভের প্রতিরোধ ভেঙে জয় তুলে নেন সার্বিয়ান তারকা জকোভিচ। ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে জয় নিশ্চিত করেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ শেষ চারে লড়বেন চমক তৈরি করা রাশিয়ার আসলান কারাৎসেভের বিপক্ষে।
টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ডস্লাম ইতিহাসে কোয়ালিফায়ার খেলে মূলপর্বে ওঠা পঞ্চম খেলোয়াড় হিসেবে সেমিফাইলালে পৌঁছেছেন কারাৎসেভ। জেরেভের বিপক্ষে জকোভিচের ম্যাচটি ছিল একেবারে কানায় কানায় পরিপূর্ণ। জেরেভের কাছে প্রথম সেট ৬-৭ ফলে হেরে যান জকোভিচ। দ্বিতীয় সেটে ৬-২ ফলে জিতলেও তৃতীয় এবং চতুর্থ সেটে রীতিমতো পিছিয়ে পড়ে কামব্যাক করেন। তৃতীয় সেট ৬-৪ এবং চতুর্থ সেটে ৭-৬ ফলে জিতে নিয়ে সেমিফাইনালে চলে যান। এর মধ্যেই মেজাজ হারিয়ে কোর্টে নিজেই নিজের র্যাকেট ভেঙে ফেলেন জকোভিচ।