এর আগেও বড় অনুষ্ঠানগুলোতে স্বামীকে সঙ্গ দিতে দেখা গেছে সোল-জুকে। তবে গত জানুয়ারি থেকে কোনো অনুষ্ঠানেই তাকে দেখা যায়নি। জনসম্মুখে না আসায় ধারনা করা হচ্ছিল, তিনি হয়তো অসুস্থ নয়তো সম্ভাব্য অন্তঃসত্ত্বা। গতকাল দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির কংগ্রেস সদস্যদের জানায়, করোনা মহামারির কারণে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি কিমের স্ত্রীকে। পুরো সময়টা তিনি সন্তানদের সঙ্গে কাটিয়েছেন। গোটা বিশ্বে ১১ কোটি মানুষ করোনায় আক্রান্ত হলেও উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এটি অস্বাভাবিক। মানসুদায়ে আর্ট থিয়েটার হলে এ কনসার্টে মানুষকে খুব একটা মাস্ক পরতে দেখা যায়নি। এমনকি সামাজিক দূরত্বও মেনে চলা হয়নি সেখানে।