২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে নিউজিল্যান্ডের সেনা

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পর ন্যাটো বাহিনীর হয়ে দেশটিতে এসব সেনা পাঠানো হয়েছিল। আলজাজিরা জানায়, ২০ বছর পর সেসব সেনা দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

চলতি বছরে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে ঘরে ফিরবে নিউজিল্যান্ডের সেনারা। বুধবার জাসিন্ডা বলেন, ‘সমস্যাগ্রস্ত দেশের টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া সর্বোচ্চ প্রত্যাশা দেখিয়েছে। এর মানে নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের (এনজেডডিএফ) সেখানে আর প্রয়োজন নেই।

’ তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে আফগানিস্তানে এনজেডডিফের উপস্থিতি। এখন এর সমাপ্তি টানার সময় হয়েছে। দেশটিতে সেনা অভিযান আমাদের ইতিহাসের দীর্ঘতম ঘটনা হিসেবে থাকবে।’ ২০০১ সালে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায় ইঙ্গ-মার্কিন শক্তি।

সেসময় সাড়ে তিন হাজারের বেশি সেনা ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের দেশটিতে পাঠায় নিউজিল্যান্ড। স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডে প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনারে বলেন, ‘আমরা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে সহায়তা দিয়েছি এবং আফগানিস্তানের মানুষের জীবনযাত্রা উন্নতিতে ভূমিকা রেখেছি।’কিউই পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা জানান, সেনা প্রত্যাহার করে নিলেও আফগানিস্তানের শান্তি প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে অকল্যান্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?