ইরানের সেনাবাহিনীর পাশাপাশি ইরানের রেভল্যুশনারি গার্ডস ও রাশিয়ার নৌসেনারা অংশ নিচ্ছেন এতে। ভারতীয় যুদ্ধজাহাজকেও দেখা গেছে এ মহড়ায়। মহড়ায় জলদস্যুদের কবল থেকে বাণিজ্যিক জাহাজ উদ্ধার বিষয়ের প্রশিক্ষণ হবে। এতে অংশ নিচ্ছে তিনটি রুশ জাহাজ। ইরানি সংবাদ সংস্থা ইরনা বলেছে, বৃহস্পতিবার এ মহড়া শেষ হবে। এতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে বলে ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। এর আগে ২০১৯ সালে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে এ ধরনের মহড়া হয়েছিল।
নৌ-মহড়া বিষয়ক ইরানের মুখপাত্র অ্যাডমিরাল গোলামরেজা তাহানি বলেন, ‘মহড়ায় অংশ নিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। রাশিয়ার সঙ্গে আমাদের এ মহড়ায় অন্যদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে।’মহড়াটিতে চীনও যোগ দেবে বলে জানিয়েছেন ইরানের নৌসেনার কমান্ডার হোসেইন খানজাদি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এতদিন পর্যন্ত যারা এই অঞ্চলে একচ্ছত্র শাসন চালিয়েছে এবার তাদের বুঝতে হবে সেই জায়গা ছাড়ার সময় এসেছে।’