ক্রেতারা বাজারে এসে নিজেদের পছন্দ মতো ফল ক্রয় করছে। তবে কমলা ও আঙ্গুর এই দুইটিকে বাদ দিলে বাকি সকল ফলের দাম কিছুটা বেশি। ক্রেতারা জানান এই বছর বাজারে ফলে দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। বিক্রেতারাও জানান বাজারে ফলের দাব স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। অপরদিকে মৃৎ শিল্পীরা জানান বাজারে এই বছর ছোট মূর্তির চাহিদা কিছুটা কম।
তবে বড় মূর্তির চাহিদা রয়েছে। মূর্তির দামও অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিক রয়েছে। মূর্তির দাম কমার কোন সম্ভাবনা নেই কারন মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বেশি। তবে মূর্তির চাহিদাও কিছুটা কম। তবে এইদিন বেলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাজারে ভিড় জমাতে শুরু করেছে ক্রেতারা।