পুলিশের এই ধরনের অমানবিক এবং বর্বরোচিত্র আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মুখে জে এম সি চাকরিচ্যুত শিক্ষকদের এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডালিয়া দাস বক্তব্য রেখে বলেন, পুলিশের এই ধরনের অমানবিক এবং বর্বরোচিত্র আক্রমণ তীব্র নিন্দাদায়ক। এই ধরনের ঘটনা বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরির স্থায়ী সমাধান করা এবং মৃত চাকরিচ্যুত ৮৬ জন শিক্ষক-শিক্ষিকার পরিবারে চাকরি প্রদানের ব্যবস্থা করা।
আন্দোলন সম্পূর্ণটাই গণতান্ত্রিকভাবে চলে আসছিল। এবং ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে দাবিগুলি তুলে ধরতে যাওয়ার কথা থাকলে, কিন্তু এদিন সকাল বেলা প্রবল শীতের মধ্যে প্রশাসন ১৪৪ ধারা জারি করে অমানবিকভাবে শিক্ষক-শিক্ষিকা এবং তাদের ছেলেমেয়েদের টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নেয়। কিন্তু প্রশাসন এই ধরনের হস্তক্ষেপ জারি করে চাকরিচ্যুতদের আন্দোলন রুখতে পারবে না। চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি হুশিয়ারি দেন। এদিন মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন কমল দেব, অজয় দেববর্মা, প্রণব দেব।