আগরতলা-দিল্লি তেজস এক্সপ্রেস এর যাত্রার সূচনা হল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী।। সোমবার আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস অত্যাধুনিক তেজসের উদ্বোধন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ আগরতলা থেকে নয়া দিল্লির আনন্দ বিহারে তেজস গিয়ে পৌঁছবে ১৭ ফেব্রুয়ারি৷

অত্যাধুনিক তেজসে রাজধানী এক্সপ্রেসের তুলনায় অনেক বেশি সুবিধা রয়েছে ঠিকই৷ ট্রেনের ১৮টি কোচ অত্যন্ত অত্যাধুনিক৷ এবং সুরক্ষিত৷ যদি ট্রেনে কোনরকম অগ্ণিসংযোগের সম্ভাবনা দেখা দেয়৷ তাহলে ট্রেনের মধ্যে লাল সিগন্যাল জ্বলবে এবং ট্রেনটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়বে, দরজা খুলে যাবে৷

পাশাপাশি ট্রেনের মধ্যে যাতে কোনরকম দুর্গন্ধ না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে৷ এছাড়াও ওয়াইফাই এবং এল সি ডি টিভির পরিসেবা যাত্রীদের জন্য রয়েছে কোচগুলিতে৷ ৩৬ ঘন্টা লাগবে ট্রেনটি আগরতলা থেকে দিল্লি আনন্দ বিহারে পৌঁছতে৷ সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, অত্যন্ত গতি সম্পন্ন ট্রেন তেজস৷

তেজস দেশের প্রথম সারির অত্যাধুনিক ট্রেন৷ ২০২১-২২ বাজেটে বলা হয়েছে ১.১০ লক্ষ কোটি টাকা রেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে৷ দেশে ২০২২ সালের মধ্যে রেলওয়ে  বৈদ্যুতায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার৷ চলতি বছরই  বৈদ্যুতায়ন করার প্রয়াস চিল৷ কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে গেছে বৈদ্যুতায়ন কাজ৷

তেজসের জন্য রাজ্যবাসী কাছে আজকের দিনটা গর্বের৷ এর জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান৷ সাংসদ ভৌমিক বলেন এই সরকার মানুষের মানসিকতা বদলে দিয়েছে৷ সারা দেশের সাথে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ উত্তর-পূর্বাঞ্চলকে দেশের প্রধানমন্ত্রী শেষ ভারতের সাথে জুড়ে দিতে চাইছে৷

সেদিকে গুরুত্ব দিয়ে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেন ত্রিপুরা রাজ্যের জন্য প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ আধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেনে ভাড়া বৃদ্ধি পাবে না বলে উল্লেখ করেন তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?