প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি দর্শকের সামনে আনতে খুবই উৎসুক. ঘোষণা করেছে মুক্তির দিনক্ষণও। হলিউড রিপোর্টার জানায়, ‘দ্য লস্ট সিটি অব ডি’ আগামী বছরের ১৫ এপ্রিল মুক্তি পাবে।
আরও বলা হচ্ছে, মোশন পিকচার গ্রুপের নতুন প্রেসিডেন্ট এমা ওয়াটস বুলক ও টাটুমের ছবিটিতে গুরুত্বের সঙ্গে দেখছেন। ‘দ্য লস্ট সিটি অব ডি’ পরিচালনা করছেন দুই ভাই অ্যাডাম ও অ্যারন নি।
ছবিতে স্যান্ড্রা বুলকের চরিত্র সফল রোমান্স কাহিনি লেখকের, যাকে ভয়ংকর এক গুপ্তধন শিকারি অপহরণ করে এক অভিযানে যেতে বাধ্য করে। ধরে আনা হয় এক মডেলকে, এ চরিত্রে আছেন চ্যানিং টাটুম।
তারা জঙ্গলের মাঝে উপন্যাসের এক কল্পিত শহরের খোঁজে অভিযানে বের হয়। মুখোমুখি হয় ভয়ংকর সব ঘটনার। তারা বুঝতে পারে বাস্তব জীবন ফিকশনের চেয়েও অদ্ভুত ও রোমান্টিক।
অবশ্য শুরুতে শোনা যায়, এ ছবিতে ফের জুটি হচ্ছেন স্যান্ড্রা বুলক ও রায়ান রেনল্ডস। পরে দৃশ্যপটে আসেন চ্যানিং টাটুম।
২০১৫ সালে মুক্তি পায় নি ব্রাদার্সের ছবি ‘ব্যান্ড অব রবার্স’। ছবিটি তাদের ভীষণ খ্যাতি দেয়। এ ছাড়া পরিচালনা করেছেন হি-ম্যান ও দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স।
অভিনয়ের পাশাপাশি নিজের ফর্টিস্ট ফিল্মসের হয়ে ছবিটি প্রযোজনা করছেন স্যান্ডা বুলক। এ ছাড়া তিনি প্রথমবারের ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করছেন, সেই ছবির নাম ‘বুলেট ট্রেন’।
এ দিকে মে মাসে মুক্তি পাবে কমেডি ছবি ‘ডগ’। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায় আছেন চ্যানিং টাটুম।