ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৩২, আশঙ্কাজনক অবস্থা আরও ১৮ জনের

অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালে পড়ল। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও ১৮ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, বাসটি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাতনা থেকে সিধি জেলার দিকে আসছিল। পথে রামপুর নিয়াকিন অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি চুইয়া ভ্যালি থেকে ঘুরিয়ে নেওয়ার কথা থাকলেও জ্যাম এড়াতে রুট বদলান চালক। ‌কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বানসাগর বাঁধের খালে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে ক্রেন নিয়ে পৌঁছয় এসডিআরএফ-এর দল।

বেশকয়েকজনকে উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়। তবে বেঁচে যান ওই বাসের চালক। যদিও অন্তত ৩২ জনকে মৃত বলে ঘোষণা করে নিকটবর্তী হাসপাতাল। পুলিশের অভিযোগ, বাসটিতে ৩২ টি আসন থাকলেও অন্তত ৫৪ জন বাসটিতে উঠেছিলেন। উদ্ধারকাজে নেমে এসডিআরএফ-দল মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনাও কথাও জানাচ্ছে।

খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর নির্দেশে ২ প্রতিনিধি সিদ্ধি জেলার দুর্ঘটনাস্থলে গিয়েছেন। ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন তিনি। উদ্ধারকারী দলের ধারণা, জলে তলিয়ে মৃত্যু হয়েছে আরও অনেকের। এখনও পর্যন্ত জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি বলে খবর। ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অ্যাখ্য়া দিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?