অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ২০১৬ মুক্তি পায় গৌরী শিণ্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’। এই ছবিতে শাহরুখ খান ও আলিয়া ভাটের রসায়ন বেশ প্রশংসিত হয়। এটি ছিল না প্রচলিত হিরো-হিরোইনের গল্প, বলেছে সাধারণ মানুষের মনের কথা।
চার বছর পর ফের একসঙ্গে তারা। তবে এবার ছবির পর্দায় একে অপরের বিপরীতে নয়। বেশ আগেই শোনা যায়, শাহরুখ প্রযোজকের আসনে আর অনস্ক্রিনে আলিয়া ভাট। এখন বলা হচ্ছে, শিগগিরই শুরু হতে যাওয়া রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির নাম ‘ডার্লিংস’। ছবির চিত্রনাট্য শোনার পরই অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন আলিয়া।
‘ডার্লিংস’ দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন জসমীত কে রীন। এর আগে তিনি ‘ফোর্স টু’, ‘ফন্নে খাঁ’, ‘পতি পত্নী আউর ওহ’ ছবির গল্প লিখেছেন।মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের গল্প বলবে ‘ডার্লিংস’। মায়ের চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে।
‘ডার্লিংস’ ছাড়াও শাহরুখের প্রযোজনা সংস্থার অন্য ছবির মধ্যে রয়েছে ববি দেওল, বিক্রান্ত মেসি ও সানিয়া মালহোত্রা অভিনীত ‘লাভ হোস্টেল’ এবং অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’। আর আলিয়ার ঝুলিতে রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’, এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ ও সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’।