আইপিএল নিলামের আগে শচিনপুত্রের এক ওভারে ৫ ছক্কা

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। আইপিএলে কি দল পাবেন শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার? এ বছরের আইপিএল নিলামে অর্জুন প্রথমবারের মতো নিজের নাম অন্তর্ভুক্ত করার পর থেকেই এ নিয়ে কৌতূহল ক্রিকেটপ্রেমীদের।

এরই মধ্য আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন অর্জুন। আর আইপিএল নিলামের আগে তো দুরন্ত পারফরর্ম্যান্স মেলে ধরলেন ২১ বছর বয়সী তরুণ।

মূলত পেস বোলার হলেও ব্যাটে-বলে ঝড় তুলতে দেখা গেছে অর্জুনকে। তার ব্যাটে ভর করে ম্যাচ জিতেছে এমআইজি ক্রিকেট ক্লাব।

পুলিশ শিল্ডে ইসলাম জিমখানার বিপক্ষে ম্যাচে জুনিয়র টেন্ডুলকর ১ ওভারে ৫টি ছক্কা মারেন। বোলার ছিলেন অফ-স্পিনার হাসির দাফেদার। ৩১ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন অর্জুন।

ধ্বংসাত্মক ইনিংসে তিনি মোট ৫টি চার ও ৮টি ছক্কা মারেন। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেটও দখল করেন তিনি। লকডাউনের পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এটিই প্রথম টুর্নামেন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এমআইজি ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইসলাম জিমখানা ৪১.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

আইপিএল নিলামের অর্জুনের নূন্যতম মূল্য ২০ লাখ রুপি। এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তার। তাতেই আইপিএল নিলামে নাম তোলার ছাড়পত্র পান অর্জুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?