অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ইনজুরি কাটিয়ে প্রায় তিন মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন জেরার্ড পিকে। সব ঠিক থাকলে মঙ্গলবার রাতেই পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামবেন তিনি।
এই সেন্টার-ব্যাককে রেখেই ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।
লা লিগায় গত ২১ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পিকে। পিএসজি ম্যাচ সামনে রেখে বেশ কিছু দিন ধরেই তৈরি হচ্ছিলেন। তবে গ্রুপ অনুশীলনে ফেরেন গত মঙ্গলবার।
এবার মাঠে ফেরার পালা। সব ঠিক থাকলে ৩৪ বছর বয়সী তারকাকে প্রথম একাদশেই দেখা যেতে পারে। তেমন ইঙ্গিতই মিলেছে বার্সা কোচের কাছ থেকে।
এদিকে পিকে ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। তবে চোটের কারণে দলের বাইরেই আছেন রোনালড আরাহো, ফিলিপে কুতিনহো, সার্জিও রবার্তো ও আনসু ফাতি।ন্যু ক্যাম্পে বার্সেলোনা-পিএসজি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।