স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী।। কোভিডের কারনে শিক্ষা ব্যবস্থা নির্ভরশীল হয়ে পড়েছিল অন লাইনে। ডিজিটাল ব্যবস্থায় অন লাইনে ক্লাশ করতে হয়েছে পড়ুয়াদের।
আর তার জন্য মোবাইলই ছিল অন্যতম মাধ্যম। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি সাথে সাথে ক্লাশ গুলি খুলে গেলেও সেই মোবাইলকেই বেশী প্রধান্য দিচ্ছে পড়ুয়ারা।
আর তাই মঙ্গলবার সরস্বতী পুজোর দিন বই, খাতা , কলমের সঙ্গে মোবাইলের পূজা করা হয়। পড়ুয়াদের বক্তব্য কোভিডের সময় এই মোবাইলই ছিল পড়াশুনার অন্যতম মাধ্যম। তাই পুজোর দিনে মোবাইলকে প্রধান্য দিয়ে পূজা করা হয়।
আগামী দিনে ফের একবার এই ধরনের পরিস্থিতি দেখা দিলে মোবাইল তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নতুন আঙ্গিকে এবার সরস্বতী পুজোয় বই, খাতা , কলমের সঙ্গে যুক্ত হল মোবাইলের পূজা।